Monday, 30 January 2017

simple bed time skin care routine for glowing skin(Bengali)

রোজ কার দিন এ রোদ ধুলো এর থেকে ত্বককে বাঁচাতে এই বার থেকে বেছে নাও কিছু সহজ উপায়। তাও শুধু রাত এর বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুধু মাত্র ঘরোয়া উপায় এ।   

  • যত রাত ই  হোক না কেন রাত এ মেকআপ তুলে তবে ই  ঘুমানো উচিত। 
  • মেকআপ তোলার জন্যে নারকেল তেল ব্যবহার করো। 
  • তারপর ঠান্ডা জল এ তোমার পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও 
  • যাদের তৈলাক্ত ত্বক তারা  গোলাপ জল  লাগিয়ে তার ওপরে এলোভেরা জেল ব্যাবহার করবে।

  • আর যাদের ত্বক রুক্ষ তারা এলোভেরা জেল এর  সাথে ভিটামিন ই এর তেল  অল্প পরিমান এ মিশিয়ে ব্যাবহার করবে।
  • হালকা হাত এ ম্যাসাজ  করে ঘুমাতে যাবে 
  • সকাল এ ঠান্ডা জল এ অবশ্যই  সান্সক্রিম লাগবে

এলোভেরা জেল আর গোলাপ জল শুধু মাত্র যাদের তৈলাক্ত ত্বক  তারা ব্যাবহার করবে।  আর যাদের ত্বক রুক্ষ, তারা এলোভেরা জেল এর  সাথে ভিটামিন ই এর তেল  অল্প পরিমান এ মিশিয়ে ব্যাবহার করবে। 
এইভাবে ই  পেতে পারো মসৃন  ও উজ্জ্বল ত্বক। 

No comments:

Post a Comment