How to make full body scrub with deep cleansing at home (Bengali)
বাইরের রূপচর্চার জিনিস কিনতে গিয়ে আমরা অনেক টাকা খরচ করে ফেলি। সেই জিনিস টি আমাদের ত্বক এর অনেক ক্ষতি করতে পারে। তাই নিজেই বানিয়ে নিতে পারো বডি স্ক্র্যাব , যা স্ক্র্যাব করার সাথে দেবে ডিপ ক্লেনসিং। যারা ট্যান হয়ে গেছো রোদ্দুর এ তাদের জন্যে খুব ই উপকারী।
ঘরে বানানো হলুদ গুঁড়ো এর সাথে ঘরে বানানো কমলা লেবু এর খোসা এর গুঁড়ো এবং মুসুর দল এর গুঁড়ো মেশাতে হবে। আমি এর আগে ঘরে কিভাবে হলুদ গুঁড়ো বানাতে হয় বলেছি। তেমন ভাবে কমলা লেবু এর খোসা এবং মুসুর ডাল গুঁড়ো করে নিতে হবে.. তবে মুসুর ডাল ধুয়ে দুই থেকে তিন দিন টানা রোদ্দুর এ রাখলে ই ভালো ভাবে গুঁড়ো করা যাবে।
- দুই কাপ মুসুর ডাল এর গুঁড়োর সাথে এক কাপ কমলা লেবু এর খোসা এর গুঁড়ো এবং হাফ কাপ হলুদ গুঁড়ো মিশিয়ে পরিস্কার কৌটো তে ভরে রাখতে হবে।
- প্রতি দিন স্নান করার সময় পরিমান মতন গুঁড়ো এর সাথে জল বা কাঁচা দুধ মিশিয়ে ২ থেকে ৩ মিঃ স্ক্র্যাব করে ধুয়ে ফেলবে।
সাবান ব্যবহার না করলেও চলবে। প্রথম দিন ব্যবহার এই নজরকাড়া পার্থক্য বুঝতে পারবে।
এই জিনিস এর রোজ ব্যবহার এ ত্বক এ ট্যান পরবে না ও কালসিটে ভাব চলে যাবে।
good to have this in bengali.. go on blogging!!
ReplyDelete