সরস্বতী পূজা মানে এ শাড়ি পড়া must . তার সাথে চাই ডিজাইন ব্লাউজ। কিন্তু যদি পিঠে ও হাত এ কালো ছোপ থাকে বা ট্যান পরে কালো দেখায় তবে অর্ধেক সাজ সেখানে এ মাটি হয়ে যায়। তাই পিঠ ও হাত এর এর কালো ছোপ ,অবাঞ্ছিত লোম তুলতে আজ যে পদ্ধতি এর কথা বলব তা সত্যিই উপকারী।আমরা চট জলদি কালো ছোপ তুলতে ব্লিচ করে থাকি কিন্তু বাজার চলতি ব্লিচ ব্যবহার করলে রোদ্দুর এ বেরোলে ত্বক আরো বেশি কালো হয়ে যায় পুড়ে গিয়ে। তাই ঘরোয়া পদ্ধতি তে ব্লিচ করলে সেই ভয় থাকে না। আজ যে পদ্ধতি এর কথা বলবো তা নিয়মিত ভাবে ব্যবহার করলে ত্বক ফর্সা ও লোম হীন হয়ে যাবে। প্রথম ব্যবহার এ চমৎকার ফল দেবে।
একটা দেশি গোলাপ এর পাপড়ি আর একটা আলু মিক্সি তে গ্র্যান্ড করে নাও ,যাদের আলু তে স্কিন এলাৰ্জি আছে তারা আলু এর বদল এ গাজর ও ব্যবহার করতে পারো।
মিশ্রণ টিকে পিঠ ও হাত এ লাগিয়ে ২০ মিনট রাখো
২০ মিনিট বাদ এ আবার মিশ্রণ টিকে লাগিয়ে এক চামচ করে বেসন,আটা ,ওটস্ আর সামান্য হলুদ মিশিয়ে পিঠ ও হাত এর উপরে ছড়িয়ে দিতে হবে ,কিছুক্ষন পরে হাত দিয়ে ঘষে পুরো মিশ্রণ টিকে তুলে ফেলতে হবে জল দিয়ে ধোয়া চলবে না. দরকার মতো বেসন,আটা ,ওটস্ ও হলুদের মিশ্রণ টি ছড়িয়ে শুকনো করে স্ক্র্যাব করো.এইভাবে হাত দিয়ে ঘষে তুল্লে দেখতে পাবে দেহের কালো ময়লা উঠে আসবে। ত্বক ফর্সা ও আকষণীয় দেখতে লাগবে।
এ তো গেলো পুজো এর আগের প্রিপারেশন এর কথা ,কিন্তু পুজো এর দিনে মুখ এর সাথে হাত এ ও পিঠ এ মেকআপ না করলে ও কিন্তু সাজ অসম্পূর্ণ থেকে হবে তাই
মেক উপ করার আগে ভালো করে হাত এ গোলাপ জল আর গ্লিসারিন মিশিয়ে মেখে নিয়ে এর ওপরে ফাউন্ডেশন লাগালে তা ব্লেন্ড ও হবে তাড়াতাড়ি আর ওয়াটার প্রুফ ও হয়ে হবে। এর ওপরে হালকা করে ফেস পাউডার মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেবে। কিন্তু বেশি পাউডার ব্যবহার করা চলবে না।
বডি ইল্লুমিনিয়েটর বাজার এ পাওয়া যায় বা চাইলে হাইলাইটার দিয়ে হাইলাইট ও করতে পারো।
No comments:
Post a Comment