Tuesday, 31 January 2017

How to get pink lips naturally?

শীত কাল এ আমাদের সকলের ই  কম বেশি ঠোঁট ফেটে কালো হয়ে যায়.. তাই আজ বলবো কিভাবে সহজে ই  পেয়ে যেতে পারি কোমল ও গোলাপি ঠোঁট। তার জন্যে চাই মাত্র তিনটি  জিনিস। 


  • চিনি 

  • পাতি লেবু এর রস 

  • আমন্ড অয়েল  


এক চামচ চিনি  এর সাথে এক চামচ পাতি লেবু এর রস আর এক চামচ আমন্ড অয়েল মিশিয়ে ঠোঁট এ স্ক্র্যাব করতে হবে.. তারপর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এইভাবে টানা ১০ দিন ব্যবহার করতে থাকলে পেয়ে যেতে পারো গোলাপি ও কোমল ঠোঁট। 

Monday, 30 January 2017

get ready for saraswati puja (Bengali)

সরস্বতী পূজা মানে এ শাড়ি  পড়া must . তার  সাথে চাই ডিজাইন  ব্লাউজ। কিন্তু  যদি পিঠে  ও হাত  এ কালো ছোপ  থাকে বা ট্যান  পরে কালো দেখায় তবে অর্ধেক সাজ সেখানে এ মাটি হয়ে যায়। তাই পিঠ  ও হাত এর এর কালো ছোপ  ,অবাঞ্ছিত  লোম তুলতে আজ যে পদ্ধতি এর কথা বলব তা সত্যিই উপকারী।আমরা চট জলদি কালো ছোপ  তুলতে ব্লিচ করে থাকি কিন্তু বাজার চলতি ব্লিচ  ব্যবহার করলে রোদ্দুর এ বেরোলে ত্বক আরো বেশি  কালো হয়ে যায় পুড়ে গিয়ে। তাই ঘরোয়া পদ্ধতি তে ব্লিচ করলে সেই  ভয় থাকে না। আজ যে পদ্ধতি এর কথা বলবো  তা নিয়মিত ভাবে ব্যবহার করলে ত্বক ফর্সা ও লোম হীন হয়ে যাবে।  প্রথম ব্যবহার এ চমৎকার  ফল দেবে।











  • একটা দেশি গোলাপ এর পাপড়ি আর একটা আলু  মিক্সি তে গ্র্যান্ড করে নাও ,যাদের আলু তে স্কিন এলাৰ্জি  আছে তারা আলু এর বদল এ গাজর ও ব্যবহার করতে পারো। 
  • মিশ্রণ টিকে পিঠ ও হাত এ লাগিয়ে ২০ মিনট  রাখো 
  • ২০ মিনিট বাদ  এ আবার মিশ্রণ টিকে  লাগিয়ে এক চামচ করে বেসন,আটা ,ওটস্ আর  সামান্য হলুদ  মিশিয়ে পিঠ  ও হাত এর উপরে ছড়িয়ে দিতে হবে ,কিছুক্ষন পরে হাত দিয়ে  ঘষে পুরো মিশ্রণ টিকে তুলে ফেলতে হবে জল দিয়ে ধোয়া চলবে না. দরকার মতো বেসন,আটা ,ওটস্  ও  হলুদের মিশ্রণ টি ছড়িয়ে শুকনো করে স্ক্র্যাব করো.এইভাবে হাত দিয়ে ঘষে তুল্লে  দেখতে পাবে দেহের কালো ময়লা উঠে আসবে।  ত্বক ফর্সা ও আকষণীয় দেখতে লাগবে। 

এ তো গেলো পুজো এর আগের প্রিপারেশন এর কথা ,কিন্তু পুজো এর দিনে মুখ এর সাথে হাত এ ও পিঠ এ মেকআপ না করলে ও কিন্তু সাজ অসম্পূর্ণ থেকে হবে তাই 




  • মেক উপ করার আগে ভালো করে হাত এ গোলাপ জল আর গ্লিসারিন মিশিয়ে মেখে নিয়ে এর ওপরে ফাউন্ডেশন লাগালে তা ব্লেন্ড ও হবে তাড়াতাড়ি আর ওয়াটার প্রুফ ও হয়ে হবে। এর  ওপরে হালকা করে ফেস পাউডার মেকআপ ব্রাশ  দিয়ে ব্লেন্ড করে দেবে। কিন্তু  বেশি পাউডার  ব্যবহার করা  চলবে না। 
  • বডি ইল্লুমিনিয়েটর বাজার এ পাওয়া যায় বা চাইলে হাইলাইটার দিয়ে  হাইলাইট ও করতে পারো। 
       ব্যাস তুমি নিজের পছন্দ মতো সাজার জন্যে রেডি। 

How to make full body scrub with deep cleansing at home (Bengali)

বাইরের রূপচর্চার জিনিস কিনতে গিয়ে আমরা অনেক টাকা  খরচ করে ফেলি। সেই জিনিস টি আমাদের ত্বক এর অনেক ক্ষতি করতে পারে। তাই নিজেই  বানিয়ে নিতে পারো  বডি স্ক্র্যাব , যা স্ক্র্যাব করার সাথে দেবে ডিপ ক্লেনসিং। যারা ট্যান  হয়ে গেছো  রোদ্দুর এ তাদের জন্যে খুব ই উপকারী।


ঘরে বানানো হলুদ গুঁড়ো এর সাথে ঘরে বানানো কমলা লেবু এর খোসা এর গুঁড়ো এবং মুসুর দল এর গুঁড়ো মেশাতে হবে। আমি এর আগে ঘরে কিভাবে হলুদ গুঁড়ো বানাতে হয়  বলেছি। তেমন ভাবে কমলা লেবু এর খোসা এবং  মুসুর ডাল  গুঁড়ো করে নিতে হবে.. তবে মুসুর ডাল ধুয়ে  দুই থেকে তিন দিন টানা রোদ্দুর এ রাখলে  ই  ভালো ভাবে                                              গুঁড়ো করা যাবে।

  • দুই কাপ মুসুর ডাল এর গুঁড়োর সাথে এক কাপ কমলা লেবু এর খোসা এর গুঁড়ো এবং হাফ কাপ হলুদ গুঁড়ো মিশিয়ে পরিস্কার কৌটো তে ভরে  রাখতে হবে। 
  • প্রতি দিন স্নান করার সময় পরিমান মতন গুঁড়ো এর সাথে জল বা কাঁচা দুধ মিশিয়ে ২ থেকে ৩ মিঃ  স্ক্র্যাব করে ধুয়ে ফেলবে। 

           সাবান ব্যবহার না করলেও চলবে।                             প্রথম দিন ব্যবহার এই  নজরকাড়া পার্থক্য                 বুঝতে পারবে। 
          এই জিনিস এর রোজ ব্যবহার এ ত্বক এ ট্যান                 পরবে না ও কালসিটে ভাব চলে যাবে।  

simple bed time skin care routine for glowing skin(Bengali)

রোজ কার দিন এ রোদ ধুলো এর থেকে ত্বককে বাঁচাতে এই বার থেকে বেছে নাও কিছু সহজ উপায়। তাও শুধু রাত এর বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুধু মাত্র ঘরোয়া উপায় এ।   

  • যত রাত ই  হোক না কেন রাত এ মেকআপ তুলে তবে ই  ঘুমানো উচিত। 
  • মেকআপ তোলার জন্যে নারকেল তেল ব্যবহার করো। 
  • তারপর ঠান্ডা জল এ তোমার পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও 
  • যাদের তৈলাক্ত ত্বক তারা  গোলাপ জল  লাগিয়ে তার ওপরে এলোভেরা জেল ব্যাবহার করবে।

  • আর যাদের ত্বক রুক্ষ তারা এলোভেরা জেল এর  সাথে ভিটামিন ই এর তেল  অল্প পরিমান এ মিশিয়ে ব্যাবহার করবে।
  • হালকা হাত এ ম্যাসাজ  করে ঘুমাতে যাবে 
  • সকাল এ ঠান্ডা জল এ অবশ্যই  সান্সক্রিম লাগবে

এলোভেরা জেল আর গোলাপ জল শুধু মাত্র যাদের তৈলাক্ত ত্বক  তারা ব্যাবহার করবে।  আর যাদের ত্বক রুক্ষ, তারা এলোভেরা জেল এর  সাথে ভিটামিন ই এর তেল  অল্প পরিমান এ মিশিয়ে ব্যাবহার করবে। 
এইভাবে ই  পেতে পারো মসৃন  ও উজ্জ্বল ত্বক। 

Sunday, 29 January 2017

how to make turmeric powder for skin


                             
   U need turmeric roots
  • Cut the turmeric roots into thin and round pieces.
  • Dry naturally into the sunlight for 10 to 15 days.
  • After the turmeric becomes shrink,it is ready to grind.
  • Grind it in to a mixer grinder,and store it in a fresh  and clean jar.

you can use this powder as u want to, it is pure and natural.Don't boil turmeric for making powder,this boiling process would be drained out all the healing properties .