Thursday, 2 February 2017

Lazy girl skin and hair care tips(Bengali)

যারা রোজ কার কাজে ব্যস্ত থাকার কারণ এ নিজের জন্য সময় বের করে উঠতে পারেনা তাদের জন্যে রইলো কিছু অসাধারণ টিপস সম্পূর্ণ সৌন্দর্যের জন্য।
আজ যে যে প্রোডাক্টস এর কথা বলবো তা মেডিকেল স্টোরে খুব সহজে ই  পাওয়া যায়। এইগুলো ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিরাপদ।


cetaphil gentle skin cleanser  টি হলো এমন একটি cleanser  যা সব ধরণের ত্বক এর জন্যে একদম   পারফেক্ট। যা নিয়মিত ভাবে দিনে ২ বার ব্যবহার করলে পেয়ে যেতে পারো ব্রণ এর থেকে মুক্তি,ও পেয়ে যেতে পারো সুন্দর স্কিন। মেকআপ রিমুভ করতেও এর জুড়ি মেলা ভার। ডাক্তার রাও এটি প্রেস্ক্রাইব করে থাকেন।




এইবার আসা যাক moisturizer  এর কথায়।  cetaphil daily facial moisturizer  দিনে ২ বার ব্যবহার করতে হবে ক্ল্যান্সিং করার পরে। সব থেকে ভালো হয় যদি রাত এ ঘুমাতে যাওয়ার  আগে ব্যবহার করে ঘুমানো যায়। সব ধরণের স্কিন ই  ব্যবহার করা নিরাপদ।এটি ব্যবহার করার ফল এ তোমার স্কিন এ আসবে ন্যাচারাল গ্লো।








নিজের পছন্দের শ্যাম্পু করার পর ভিজে চুলে xgain hair serum  লাগিয়ে একবার আঁচরে নিলে আর জট  তো পড়বেই  না  এবং চুল ন্যাচারাল স্ট্রেইট থাকবে অন্তত ৩ দিনের জন্যে। সিল্কি ও শাইনি  লুক এনে দেবে। স্ক্যাল্প এ ব্যবহার করা যাবে না।   



No comments:

Post a Comment